অনলাইন ডেস্ক, ১১ জুন।। সাফল্য এবং হতাশা, ২০০৭ সালে ভারতীয় ক্রিকেট দেখেছে দুই রূপই। প্রথমে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয় রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দলের। যে ব্যর্থতা তারা ঢাকে একই বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে।
সেই সাফল্যের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেটে শুরু হয় ‘ধোনি যুগ’। তবে ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং ভেবেছিলেন ওই আসরে তাকে অধিনায়ক করা হবে। এত দিন পর যুবরাজ নিজেই বলছেন, তিনি এমনটাই আশা করেছিলেন।
যুবরাজ বলেছেন, ‘ভারত ৫০ ওভারের বিশ্বকাপে বিদায় নিয়েছিল। সেই সময় ভারতীয় ক্রিকেটে একটা অস্থিরতা চলছিল। এরপর ইংল্যান্ডে দুই মাসের সফর এবং দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডে এক মাসের সফর ছিল। তারপরই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ।
প্রায় চার মাস আমরা বিদেশে ঘুরছিলাম।’ যুবরাজ যোগ করেন, ‘দলের বর্ষীয়ান ক্রিকেটাররা চেয়েছিল বিরতি নিতে। ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্বই দেয়নি। ভেবেছিলাম আমি হয়তো দেশকে নেতৃত্ব দেব। কিন্তু শেষ মুহূর্তে ধোনিকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়।’