নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷এই প্রথম ত্রিপুরায় ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে রাজনৈতিক রেলির আয়োজন করেছে বিজেপি৷ মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে ওই রেলির আয়োজন করা হয়েছে৷ তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন৷ করোনা-র প্রকোপে তিন মাস ধরে রাজনৈতিক ক্রিয়াকলাপ বন্ধ রয়েছে৷ অতিমারি পরিস্থিতিতে এই রেলি স্বাভাবিকভাবে দলীয় কর্মী-সমর্থকদের টনিক দেবে বলে মনে করা হচ্ছে৷ কেন্দ্রীয় মন্ত্রী নয়াদিল্লি থেকে ভার্চুয়াল রেলি-তে ত্রিপুরার কর্মকর্তাদের সম্বোধন করবেন৷ বিকেল ৪টা থেকে ওই কার্যক্রমের সূচি নির্ধারিত হয়েছে৷ আগরতলায় দলের মুখ্য কার্যালয় ছাড়াও বিভিন্ন মণ্ডল এবং বুথ অফিসে ওই রেলি দেখার আয়োজন করা হয়েছে৷ এ-বিষয়ে বিজেপি-র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, এই প্রথম ত্রিপুরায় ভার্চুয়াল রেলি অনুষ্ঠিত হতে চলেছে৷ ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও রাজনৈতিক সমাবেশ সম্ভব, এই ধারণাকে আমরাই বাস্তবায়ন করছি৷ ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশাণ রেড্ডি আমাদের রাজ্য নেতাদের সাথে দিল্লি থেকে এই সমাবেশে অংশ নেবেন, জানান তিনি৷ তাঁর কথায়, পুরো সমাবেশ মোবাইল কিংবা কম্পিউটারে ইন্টারনেটের সাহায্যে সরাসরি দেখা যাবে৷ এদিন তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে দলীয় কর্মীদের সচেতন করা এবং কোভিড সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিতে তাঁদের যথেষ্ট আত্মবিশ্বাসী করে তোলাই এই সমাবেশের অন্যতম লক্ষ্য৷ তাঁর দাবি, ওই রেলিতে বেশ কয়েকটি বিষয় আলোচনা করা হবে৷ প্রথমত, আমাদের সাংগঠনিক বিষয়কে গুরুত্ব দেওয়া হবে৷ দ্বিতীয়ত, লকডাউনের জন্য জনগনের সাথে দূরত্ব তৈরি হতে পারে৷ সেই দূরত্ব মিটিয়ে নেওয়ার দিশা দেখানো হবে৷ পাশাপাশি, মোদী সরকারের বিভিন্ন কাজের বর্ণনা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্ববারতীয় নেতা৷