নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। ত্রিপুরায় আজও করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। ৩৯ জন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর ট্যুইট করে জানিয়েছেন। করোনার থাবা ত্রিপুরাকে অনেক কাবু করেছে। গতকাল ৪৭ জন করোনা সংক্রমিত সুস্থ হয়েছিলেন। তাঁদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসার পর ছুটি দেওয়া হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী ট্যুইট বার্তায় বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আজ ৩৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। তাঁদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁরা ভগৎ সিং যুব আবাসে চিকিৎসাধীন ছিলেন। তাদের ছুটি দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ত্রিপুরায় ২৭৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৬১৬ জন করোনা সংক্রমিত সক্রিয় রয়েছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বাস্থ্য কর্মীদের কুর্নিশ জানিয়েছেন। এদিকে, আজ ১৮ জনের দেহে করোনা সন্ধান মিলেছে। ১৪৩০ টি নমুনা পরীক্ষা করা হয় এদিন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে এই তথ্য দিয়েছেন। তিনি জানান তাদের প্রত্যেকের বহিঃরাজ্য সফরের তথ্য আছে।