ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসাবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুন।। ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসাবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য কৃষি, উদ্যানজাত ফল ও ফসল, মৎস্য এবং প্রাণী সম্পদ পালনের মত ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আজ লেম্বুছড়াস্থিত কলেজ অব ফিসারিজ’র অডিটোরিয়ামে এগ্রিকালচারেলি ভাইব্রেন্ট এন্ড সেলফ রিলায়েন্ট এন ই এইচ রিজন কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করছে। বর্তমানে কোভিড অতিমারির সময়ে রাজ্য সরকার রাজ্যের গরিব এবং প্রয়োজন রয়েছে এমন ৭ লক্ষ পরিবারকে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দিচ্ছে।

উদ্বোধনী ভাষণে শিক্ষামন্ত্রী বলেন, লেম্বুছড়া ফিসারি কলেজ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে ১১০ জন কর্মচারি তাদের ১দিনের বেতন দান করে রাজ্যের ১ হাজার জন কৃষককে বিভিন্নভাবে সাহায্য করছেন।

প্রত্যেক কৃষককে মাছের পোনা, মাছের খাদ্য, সব্জী বীজ, গবাদি পশুর খাদ্য, সার ইত্যাদি দিয়ে সাহায্য করা হচ্ছে। এজন্য ব্যয় হবে ৫ লক্ষ টাকারও বেশি৷ এই উদ্যোগের জন্য শিক্ষামন্ত্রী কলেজের কর্মচারিদের অভিনন্দন জানান।

https://www.facebook.com/watch/?v=521033142363180

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ডিন প্রফেসর রতন কুমার সাহা। এদিনের অনুষ্ঠানে ১৫ জন কৃষকের মধ্যে মাছের পোনা, মাছের খাদ্য, বিভিন্ন সব্জীর বীজ, গবাদি পশুর খাদ্য আনুষ্ঠানিকভাবে তুলে দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

উল্লেখ্য, মণিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের ১৩টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মণিপুরে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?