কোপা আমেরিকার মূল মঞ্চের লড়াই শুরুর আগে দুর্দান্ত ছন্দে আছেন নেইমার

অনলাইন ডেস্ক, ৯ জুন।। কোপা আমেরিকার মূল মঞ্চের লড়াই শুরুর আগে দুর্দান্ত ছন্দে আছেন নেইমার। পিএসজি ফরোয়ার্ডের নৈপুণ্যে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

এর আগের ম্যাচে গোল করার পাশাপাশি এক অ্যাসিস্টে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলকে জিতেয়েছিলেন নেইমার। প্যারাগুয়ের মাঠেও তার পুনরাবৃত্তি করলেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

ম্যাচের শুরুতে ব্রাজিলকে এগিয়ে দেওয়ার পর শেষ মুহূর্তে লুকাস পাকুয়েতাকে দিয়ে করালেন দলের দ্বিতীয় গোল।

বুধবার ম্যাচের শুরুতে গোলের সুযোগ পায় প্যারাগুয়ে। দ্বিতীয় মিনিটে মিগেল আলমিরনের শট ব্লক করার পরে বিপজ্জনকভাবে স্লাইড করে বিপদ ডেকে এনেছিলেন দানিলো। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে গেলেও দ্রুত উঠে যান আলমিরন।

এর দুই মিনিট পর ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। গ্যাব্রিয়েল জেসুসের ক্রসে প্যারাগুয়ের গোলমুখে শট নেওয়ার চেষ্টা করেন রিচার্লিসন। কিন্তু তিনি ব্যর্থ হলেও জাল খুঁজে নিতে কষ্ট হয়নি নেইমারের।

এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে প্যারাগুয়ে। বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণভাগে ত্রাস ছড়ায় স্বাগতিকেরা।  ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করে কোচ তিতের শিষ্যরাও।

ব্রাজিল দ্বিতীয় গোলের দেখা পায় নির্ধারিত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে। নেইমারের পাসে কোনাকুনি শটে প্যারাগুয়ের জালে বল পাঠান বদলি হিসেবে মাঠে নামা পাকুয়েতা।

এই নিয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৬ ম্যাচে ৬ জয় পেল ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে প্যারাগুয়ে। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?