রাজধানী আগরতলায় দুই ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অতর্কিত তল্লাশি অভিযান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জুন।। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর দক্ষিণ রামনগর এবং বটতলায় দুই ব্যবসায়ীর বাড়িতে এবং দোকানে অভিযান করলো সদর মহকুমা পুলিশ৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ রেড্ডি’র নেতৃত্বে সদরের মহকুমা পুলিশ আধিকারিক দলবল নিয়ে অভিযান করেন ব্যবসায়ী শাহজাহান মিয়া এবং জসিম উদ্দিনের বাড়িতে এবং তাদের দোকানে৷ দিনের শেষে এই অভিযানের নিট ফল ছিল অন্তঃসারশূন্য৷

বরং কোন ধরনের সার্চ ওয়ারেন্ট ছাড়া জোর করে বাড়িতে ঢুকে তল্লাশির  অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন এক ব্যবসায়ী৷ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ প্রসঙ্গত মঙ্গলবার সকালে দক্ষিণ রামনগরে শাজাহান মিয়ার বাড়িতে অভিযান করে সদর মহকুমা পুলিশ৷

অভিযানের নেতৃত্বে ছিলেন খোদ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার৷ মহিলা পুলিশ সহ বিশাল সংখ্যক পুলিশ দল নিয়ে এসডিপিও ছুটে যান শাহজাহান মিয়ার বাড়িতে৷ সেখানে তার ঘরের ভেতর তন্ন তন্ন করে তল্লাশি চালায় পুলিশ৷ কিন্তু টানা কয়েক ঘণ্টা যাবৎ তল্লাশি চালিয়েও পুলিশ শাহজাহান মিয়ার ঘর থেকে কিছুই উদ্ধার করতে পারেনি৷

পরবর্তীকালে ওই পুলিশদল ছুটে যায় শাহজাহান মিয়ার বটতলাস্থিত দোকানে৷ দোকানের তালা খুলে ভিতরে জোরদার তল্লাশি চলে৷ কিন্তু সেখানেও সন্দেহজনক কোন সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ৷ একইভাবে এই পুলিশ দল অভিযান করে দক্ষিণ রামনগরে ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়িতে৷

সেখানে কয়েক ঘন্টা যাবৎ তল্লাশি চালানো হয়৷ বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যর্থ পুলিশ ছুটে যায় বটতলা অবস্থিত জসিম উদ্দীনের দোকানে৷ এই দোকান ভিটি জসিম উদ্দীনের হলেও সে অন্য কারো কাছে ভাড়া দিয়েছিল৷ বর্তমানে ওই দোকানে অন্য একজন কাপড়ের ব্যবসা করছেন৷

পুলিশ এসব জেনেও জসিম উদ্দীনের ওই দোকানে দরজা খুলে ভেতরে তন্ন তন্ন করে তল্লাশি চালায়৷ কিন্তু ওইখানেও সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি৷ দিনভর তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরতে হয় পুলিশ কর্তাদের৷ সাংবাদিকদের প্রশ্ণের মুখে অতিরিক্ত পুলিশ সুপার জানান নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল৷

কিন্তু অভিযানে ঠিক কি পাওয়া গেছে তা নিয়ে মুখে কলুপ আঁটেন পুলিশ আধিকারিকরা৷ তবে থানা পুলিশ সূত্রে খবর রাত পর্যন্ত এই অভিযানে পুলিশের কোনো সাফল্য নেই এবং এই ঘটনায় কোনো মামলা হয়নি৷ অন্যদিকে, পুলিশের এই ধরনের অভিযান নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন ব্যবসায়ী শাহজাহান মিয়া সহ অন্যরা৷

শাজাহান মিয়ার দাবি তিনি সরকারি কর পরিশোধ করে সম্পূর্ণ বৈধ ব্যবসা করেন৷ এই সময়ে উনার স্ত্রী আইজিএম হাসপাতালে ভর্তি রয়েছেন৷ অথচ পুলিশ তাকে কিছু না জানিয়ে সোমবার সকালে হঠাৎ তার বাড়িতে অভিযান করে৷ জোর করে ঘরের ভিতরে ঢুকে তছনছ করে বলে অভিযোগ৷

কোন ধরনের সার্চ ওয়ারেন্ট ছাড়া বাড়িতে ঢুকে পুলিশের তল্লাশির প্রতিবাদ জানিয়ে তিনি মামলা করার হুমকি দিয়েছেন৷ তবে পুলিশের একটি সূত্রের দাবি সম্প্রতি বটতলা ধৃত এক মাদক কারবারির কাছ থেকে পাওয়া তথ্য অনুুযায়ী পুলিশ অভিযান করেছিল৷ এদিনের অভিযান ব্যর্থ হলেও পুলিশ এই ব্যবসায়ীর গতিবিধি সন্দেহজনক বলে দাবি করছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?