স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৮ জুন।। সীমান্তে দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার সাব্রুমের প্রত্যন্ত এলাকা হার্বাতলী স্কুল মাঠে বিএসএফের ৩১ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে করোনা বিষয়ক এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷
শিবিরে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডেন্ট অমিত কুমার সহ বাহিনীর অন্যান্য জওয়ানরা৷ এদিনের শিবিরে এলাকার ২৫০ জন গ্রামবাসীর হাতে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করার পাশাপাশি এদিন এলাকার ৩৬ জনের অ্যান্টিজেন টেস্ট করানো হয়৷
এছাড়াও গত ৫ জুন বিএসএফের ৩১ নং ব্যাটেলিয়নের উদ্যোগে ফেনী নদীর বাঁধের উপর বৃক্ষ রোপণ করা হয়৷ ওই দিনের বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতচান্দ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অনিল মজুমদার সহ বটতলা ও বিজয়নগর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ এলাকার অন্যান্যরা৷
তাছাড়া বিভিন্ন সময়ে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামগুলিতে বিএসএফের উদ্যোগে স্বাস্থ্যশিবির ও ত্রাণ শিবিরের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচিও করে বিএসএফ৷ বাহিনীর কমান্ডেন্ট অমিত কুমার জানান বিএসএফের উদ্যোগে আগামী দিনও জারি থাকবে এই সমস্ত সামাজিক কর্মসূচি৷