নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। একটানা বৃষ্টিতে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। নদীর জল প্রবেশ করছে বাড়িঘরে। রাজধানীর সংলগ্ন প্রতাপগড় শ্যামসুন্দর পাড়া ও ঋষি কলোনি এলাকায় হাওড়া নদী সংলগ্ন বাড়ি গুলিতে এই চিত্র পরিলক্ষিত হয়। এলাকার রাস্তাঘাট সহ বেশ কয়েকটি বাড়িতে জল প্রবেশ করে। ফলে এই দুই এলাকার বেশ কয়েকটি পরিবার বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। প্রতাপগড় ইংরাজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ে এই পরিবার গুলি বুধবার বিকালে আশ্রয় নিয়েছে। আপাতত সেখানেই তারা দিন যাপন করছে। বুধবার বিকালে এই পরিবার গুলি শরণার্থী শিবিরে আশ্রয় নিলেও এখনো পর্যন্ত প্রশাসন থেকে তাদের কোন ধরনের সাহায্য করা হয়নি বলে তাদের বক্তব্য। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজন জানান বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে। তাই তারা বাড়ি ঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। বাড়ি ঘর থেকে জল নেমে গেলে তারা পুনঃরায় বাড়িতে ফিরে যাবে বলেও জানায়। জানা গেছে প্রতাপগড় শ্যামসুন্দর পাড়া ও ঋষি কলোনি এলাকার প্রায় ১২ টি পরিবার বর্তমানে শরণার্থী শিবিরে রয়েছে।