নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। পেট্রোল – ডিজেলের মূল্য বৃদ্ধি ঘটছে প্রতিদিন। বৃহস্পতিবার পেট্রোলের মূল্য রয়েছে ৭৪ টাকা ৮ পয়সা। অন্যদিকে ডিজেলের মূল্য রয়েছে ৬৭ টাকা ৫১ পয়সা। শেষ পাঁচ দিনে ধাপে ধাপে বাড়ছে পেট্রোল- ডিজেলের মূল্য। বিগত ৫ ধাপে পেট্রোলের মূল্য বেড়েছে ২ টাকা ৭০ পয়সা এবং ডিজেলের মূল্য বেড়েছে ২ টা ৬০ পয়সা। এই মূল্য আগামী দিনে আরো বারতে পারে বলে আশঙ্কা রয়েছে পেট্রোল পাম্প কর্মীদের। ধারাবাহিক ভাবে মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন যান চালকেরা। রাজধানীর দুর্গা বাড়ির পেট্রোল পাম্পের এক কর্মী জানান গত ৪ মে পেট্রোলের মূল্য বেড়ে হয়েছিল ৭১ টাকা ৩৮ পয়সা। এরপর জুন মাসের ৭ তারিখ থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বেড়েছে মূল্য। ৭ জুন পেট্রোলের মূল্য ছিল ৭১ টাকা ৯৮ পয়সা, ৮ জুন ৭২ টাকা ৫৫ পয়সা, ৯ জুন ৭৩ টাকা ৯ পয়সা, ১০ জুন ৭৩ টাকা ৪৮ পয়সা, ১১ জুন দাড়ায় ৭৪ টাকা ৮ পয়সা। অন্যদিকে ডিজেলের মূল্য ৭ জুন ছিল ৬৫ টাকা ৪৭ পয়সা, ৮ জুন ৬৬ টাকা ১ পয়সা, ৯ জুন ৬৬ টাকা ৫৪ পয়সা, ১০ জুন ৬৬ টাকা ৯৬ পয়সা, ১১ জুন বেড়ে দাড়ায় ৬৭ টাকা ৫১ পয়সা।