অনলাইন ডেস্ক, ৮ জুন।। মস্কোকে রাগিয়ে দিয়েছে ইউক্রেন। ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে দেশটি। টুর্নামেন্ট শুরুর আগে ইউক্রেনের এই জার্সিই উস্কে দিয়েছে বিতর্কের। পূর্ব-ইউরোপের দেশটির হলুদ জার্সিতে সাদা বর্ডারে আঁকা রয়েছে একটি মানচিত্র।
মানচিত্রটি ক্রিমিয়ার। জার্সিতে ক্রিমিয়াকে নিজেদের মানচিত্র হিসেবে দেখানোতে বিরোধিতা করছে রাশিয়া। এই ভূ-খন্ডকে নিজেদের দাবি করে ইউক্রেন।
তবে ২০১৪ সাল থেকে ক্রিমিয়ান উপদ্বীপ নিজেদের দখলে রেখেছে রাশিয়া। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও ক্রিমিয়াকে নিজেদের অঞ্চলের অংশ মনে করে ইউরোপের সবচেয়ে বড় দেশটি।
ইউক্রেনের জার্সিতে ক্রিমিয়ার মানচিত্রকে ‘রাজনৈতিক উস্কানি’ হিসেবে মনে করেন এক রাশিয়ান সংসদ সদস্য। তবে ইউক্রেনের জার্সিসহ ইউরোতে অংশগ্রহণ করতে যাওয়া বাকি দলগুলোর জার্সির অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে উয়েফা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কিক-অফের আগে রবিবার ফেসবুক পেজে ইউক্রেনের জার্সি উন্মোচন করেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান্ড্রি পাভেলকো।