ইংল্যান্ডের ইউরো স্কোয়াডে ডাকা হয়েছে ব্রাইটনের ডিফেন্ডার বেন হোয়াইটকে

অনলাইন ডেস্ক, ৮ জুন।। লিভারপুলের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পরিবর্তে ইংল্যান্ডের ইউরো স্কোয়াডে ডাকা হয়েছে ব্রাইটনের ডিফেন্ডার বেন হোয়াইটকে।

গত সপ্তাহে অস্ট্রিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলে জয়ের ম্যাচে অভিষেক হয় এই ২৩ বছর তারকার। এই ম্যাচেই ঊরুতে চোট পান আলেক্সান্ডার-আর্নল্ড।

রবিবার রোমানিয়ার বিপক্ষে টাইরন মিঙ্গসের পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে একাদশে জায়গা করে নেন হোয়াইট। প্রীতি ম্যাচটি ইংলিশরা জিতেছে ১-০ গোলে।

চোটে পড়ে ইউরোর স্কোয়াড থেকে ছিটকে যাওয়া আলেক্সান্ডার-আর্নল্ডের পরিবর্তে কাকে দলে নেমে তার সিদ্ধান্ত নিতে সময় নেন ইংল্যান্ড কোচ। সাউথগেটের হাতে বিকল্প হিসেবে ছিলেন এভারটনের ডিফেন্ডার বেন গডফ্রে ও সাউদ্যাম্পটনের অধিনায়ক জেমস ওয়ার্ড-প্রাউস। দুইজনই রোমানিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন।

ইংল্যান্ড দলে স্ট্যান্ডবাই তালিকায় আরও আছেন জেসে লিংগার্ড ও ওলি ওয়াটকিন্স। কোচ গ্যারেথ সাউথগেটের দল ইউরোতে ‘ডি’ গ্রুপে প্রথম ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার, ওয়েম্বলি স্টেডিয়ামে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?