জাতীয় সড়কে ৩০ লাখ ৬৫ হাজার টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ট্রাকের চালক ও সহচালক

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ জুন।। নিত্য দিনের মতো সোমবার সাতসকালে ভেহিকেল চেকিং এ বসে বড় সড়ো সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় সোমবার সাতসকালে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭মাইল শিব মন্দির এলাকার জাতীয় সড়কে ভেহিকেল চেকিং এ বসে পুলিশ। অন্যান্য লরির পাশাপাশি এএস-০৪এসি-২২৯৫ নম্বরের লরিটি চেকিং করতেই অবৈধ শুকনো গাজার সন্ধান পায় এই গাড়িটিতে।

পুলিশ সাথে সাথে গাড়িটি তল্লাশি চালায়, তল্লাশিকালে পুলিশ ৬১৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ ৬৫ হাজার টাকা। এদিকে পুলিশ চালক এবং সহ চালক অর্থাৎ সঞ্জীব দেববর্মা (৩৫) এবং সঞ্জীত দেববর্মা (৩৪)সহ ৬ চাকার লরিটিকে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে যায়। পুলিশ জানায় ধৃত দুই যুবকের বাড়ি খোয়াই মহকুমা এলাকায়।

অন্যদিকে এই লরিটি আগরতলা থেকে তেলিয়ামুড়া থানা অতিক্রম করেই মুঙ্গিয়াকামি থানা এলাকায় গিয়ে আটক হয়। কিন্তু এই লরিটিকে তেলিয়ামুড়া থানার পুলিশ এ সম্পর্কিত কোন খবরই জানে না। যদিও সোমবার সাতসকালে অবৈধ শুকনো গাঁজা উদ্ধারের সাফল্য কুড়িয়ে নেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, মুঙ্গিয়াকামী থানার ওসি দ্রুবজয় রিয়াং এবং এস আই রঞ্জিত দাস সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?