অনলাইন ডেস্ক, ৭ জুন।। শুক্র থেকে রবিবার পর্যন্ত একাধিক বন্দুকহামলায় যুক্তরাষ্ট্রের শিকাগোয় পাঁচজন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪৬ জন।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত হামলাগুলো হয়েছে। পুলিশ জানিয়েছে, সপ্তাহান্তে হামলা শুরু হয় শুক্রবার সন্ধ্যা থেকে।
ওয়েস্ট লি এলাকার ৫২০০ ব্লকে ২৩ বছর বয়সী এক ব্যক্তির মাথায় গুলি লাগে। কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর ভোর রাতে সিলভার রংয়ের একটি গাড়িতে করে আরেকটি এলাকায় দুই ব্যক্তি গুলি চালায়। ৩৩ বছর বয়সী এক ব্যক্তির বুকে গুলি লাগে তখন। ২৮ বছর বয়সী আরেক জনের লাগে পায়ে। গুলিবিদ্ধ ছয়জনকে পরে হাসপাতালে নেয়া হয়।
যুক্তরাষ্ট্রে মোমোরিয়াল ডে আসলেই বন্দুকহামলার ঘটনা বেড়ে যায়। এই সপ্তাহে আগের বছরগুলোর থেকে একটু কম হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করছে।
যুক্তরাষ্ট্রে বন্দুকহামলার ঘটনা এখন প্রতিদিনের ব্যাপার। চলতি বছর সাড়ে আট হাজার মানুষ গুলিতে প্রাণ হারিয়েছেন। জুন পর্যন্ত ২৪০টি হামলার ঘটনা ঘটেছে!