ধলাই জেলা করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের সভা অনুষ্ঠিত খাদ্যমন্ত্রীর পৌরহিত্যে

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৪ জুন।। ধলাই জেলা করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের এক সভা আজ জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফাসেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব৷

সভায় মন্ত্রী মনোজ কান্তি দেব করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলার প্রতিটি মহকুমায় মহকুমা শাসকের তত্ত্বাবধানে এনফোর্সমেন্ট টিমকে প্রতিনিয়ত বাজার সহ বিভিন্ন এলাকায় নজরদারি রাখতে বলেন। সভায় ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা মহঃ মোসলেমউদ্দিন আহমেদ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. চিতান দেববর্মা সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেলাশাসক ও সমাহর্তা গোভেকর ময়ূর রতিলাল জানান, জেলায় গতকাল পর্যন্ত ৭৮ হাজার ৪৬৭ জনকে প্রথম ডোজ এবং ৩৫ হাজার ৭১ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত কোভিড পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৭২ জনের। এরমধ্যে পজিটিভ হয়েছেন ১ হাজার ১০১ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৩৬ জন। জেলায় কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৬ জনের। সভায় জেলাশাসক জানান, আমবাসা রেলওয়ে গেস্ট হাউসে কোভিড ডেডিকেটেড হেলথ সেন্টারে আই সি ইউ সহ ৫৭টি শয্যা, আমবাসা পি আর টি আই-তে ১৩০টি শয্যা এবং কমলপুর বয়েজ হোস্টেলে কোভিড কেয়ার সেন্টারে ৭৫টি শয্যা রয়েছে।

তাছাড়া নালকাটা ও আমবাসায় বি এস এফ-এর কোভিড কেয়ার সেন্টার রয়েছে। করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার জন্য জেলায় ওয়ার রুম ও কন্ট্রোল রুম চালু হয়েছে। তিনি জানান, বর্তমানে জেলায় ৩৪৭ জন কোভিড সংক্রমিত রোগী হোম আইসোলেশনে রয়েছেন। ডেডিকেটেড কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

জেলাশাসক আরও জানান, জেলার ৪৫ বছর থেকে ৫৯ বছরের ৪৬ হাজার ২৬২ জনকে প্রথম ডোজ এবং ১৯ হাজার ৭৭৩ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ৬০ বছরের বেশি বয়সের ৩২ হাজার ২০৫ জনকে প্রথম ডোজ এবং ১৫ হাজার ২৯৮ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?