অনলাইন ডেস্ক, ৪ জুন।। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনয়ে খুব একটা সুবিধা করতে না পারলেও ফ্যাশন দুনিয়ায় বেশ সুনাম কুড়িয়েছেন উর্বশী। নিজের ফ্যাশন স্টেটমেন্টের জেরে সবসময়ই চর্চায় থাকেন এই বলি সুন্দরী। তবে উর্বশীর এক পোশাক নিয়ে বেজায় হতাশ প্রকাশ করেছে নেটিজেনরা।
ফলে সমালোচনার মুখে পড়তে হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন উর্বশী। যেখানে কালো রঙের পিঠখোলা গাউনে দেখা গেছে তাকে। উর্বশীর সেই চকমকে গাউন দেখে অনেকেই বলছেন পলিথিন কেটে গায়ে লেপটে নিয়েছেন তিনি।
একদম বেমানান এই পোশাক। একজন লিখেছেন- ‘পথিলিনের সঠিক ব্যবহার কেমন হওয়া উচিত তা দেখিয়ে দিলেন উর্বশী।’ তবে ট্রোলারদের পাত্তা দিতে একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করে চলেছেন তিনি।