অনলাইন ডেস্ক, ৩ জুন।। আগামী মৌসুমকে সামনে রেখে নতুনভাবে দল সাজাতে নেমে পড়েছে বার্সেলোনা। ইতিমধ্যে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।
এবার রক্ষণভাগে শক্তি বাড়াতে তৃতীয় খেলোয়াড়ের সঙ্গেও চুক্তি সারল বার্সা। রিয়াল বেটিস থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন রয়্যালকে ক্যাম্প ন্যুয়ে ফেরানো হয়েছে।
২২ বছর বয়সী তারকা ২০১৯ সালের জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো থেকে বার্সায় যোগ দেন। পরে আন্দালুসিয়ান ক্লাব বেটিসে চলে যান ধারে।
এবার ভুগতে থাকা রক্ষণভাগকে সারাতে এমারসনকে ফিরিয়ে আনল কাতালান ক্লাবটি। শোনা যাচ্ছে, লিভারপুল মিডফিল্ডার জিওর্জিনো ভিজনালদামের সঙ্গেও ফ্রি ট্রান্সফারে চুক্তি করতে পারে বার্সা।
এমারসন বেটিসের হয়ে ৭৯ ম্যাচ খেলে ৫ গোলের পাশাপাশি ১০ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে ম্যানুয়েল পেল্লেগ্রিনির বাকি শিষ্যদের মধ্যে সবচেয়ে বেশি মাঠে কাটিয়েছেন তিনি। বেটিস ষষ্ঠ স্থানে থেকে লা লিগার মৌসুম শেষ করে ইউরোপা লিগেও জায়গা করে নিয়েছে।
এমারসন ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ লেভেলে খেলেছেন। ২০১৯ সালের নভেম্বর প্রথমবারের মতো সিনিয়র দলে অভিষেক হয় তার।