দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন সার্জিও আগুয়েরো

অনলাইন ডেস্ক, ১ জুন।। দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন সার্জিও আগুয়েরো। জুনে সিটিজেনদের সঙ্গে চুক্তি শেষ হবে তার। এরপর আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দেখা যাবে নতুন ঠিকানা ক্যাম্প ন্যুয়ে। ৩২ বছর বয়সী তারকা ইতিহাদ স্টেডিয়ামে কাটিয়েছেন ১০ বছর। যেখানে তিনি সিটির হয়ে সব সময়ের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন।

ম্যানসিটির জার্সিতে ৩৯০ ম্যাচে ২৬০ গোল করেছেন আগুয়েরো। সদ্য সমাপ্ত মৌসুম শেষ হওয়ার আগে জানা গিয়েছিল, আগুয়েরো বার্সায় যাচ্ছেন। সিটির হয়ে তিনি শেষ ম্যাচ খেলেন গত শনিবার, চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু শেষ ম্যাচটা রাঙাতে পারেননি আর্জেন্টাইন তারকা। বেঞ্চ ছেড়ে মাঠে নামলেও হার এড়াতে পারেননি।

১-০ গোলে হেরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয় সিটিকে। সিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষে বার্সার সঙ্গে চুক্তির পর আগুয়েরো বলেন, ‘আমরা সবাই জানি, বার্সেলোনা পৃথিবীর সেরা ক্লাব।

আমি মনে করি, এখানে এসে আমি সেরা সিদ্ধান্তটাই নিয়েছি এবং অবশ্যই আমার ক্যারিয়ারের এটি আরেকটি পদক্ষেপ। আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি, আমি তাদেরকে শিরোপা জয়ে সাহায্য করতে পারব। বার্সা আগুয়েরোর বাই-আউট ক্লজ রাখছে ১০০ মিলিয়ন ইউরো (৮৬ মিলিয়ন পাউন্ড)।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?