নির্দিষ্ট সময়ের কিছু আগেই ত্রিপুরায় বর্ষা প্রবেশ করেছে, বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত

নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ ত্রিপুরায় বর্ষা প্রবেশ করেছে৷ এর প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হয়েছে৷ গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে৷ আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, নির্দিষ্ট সময়ের কিছু আগেই ত্রিপুরায় বর্ষা প্রবেশ করেছে৷উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বর্ষার প্রভাব দারুণভাবেই পরে৷ প্রতি বছর বর্ষায় অন্যান্য সময়ের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়৷ প্রাক বর্ষা ভারী বৃষ্টিপাতে ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে৷ বর্ষা মরশুমে দুযর্োগ কিভাবে নেমে আসবে তা এখনই অনুমান করা যাচ্ছে না৷ কারণ, করোনা মোকাবিলায় রাজ্য-কে হিমশিম খেতে হচ্ছে৷ ফলে, প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলা নতুন করে সংকট সৃষ্টি করবে বলেই মনে হচ্ছে৷আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরা বর্ষা অগ্রিম প্রবেশ করেছে৷ আজ ভোর সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় উদয়পুরে ১১ সেমি:, অমরপুর এবং লেম্বুছড়ায় ৭ সেমি: করে, আগরতলা, অরুন্ধুতি নগর, বিশালগড় ও বিলোনিয়ায় ৫ সেমি: করে, সোনামুড়ায় ৪ সেমি:, কেভিকে দক্ষিণ ৩ সেমি:, গন্ডাছড়া ২ সেমি: এবং সাব্রুম ও খোয়াই-তে ১ সেমি: করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?