নতুন প্রতিনিধি, সোনামুড়া, ১০ জুন৷৷ রাজ্যে নতুন করে আরও ৩১ জনের দেহে করোনার সন্ধান পাওয়া গিয়েছে৷ বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,এদিন ১৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ৩১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদিকে, করোনা আক্রান্ত রোগীদের নিয়ে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনলেন একাংশ রোগীর পরিজনরা৷ এই অভিযোগ এনে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন তারা৷ তাতে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে সোনামুড়ায়৷
সোনামুড়ার করোনা আক্রান্ত রোগীদের কোভিড ১৯ কেয়ার সেন্টারে নিয়ে যেতে দিচ্ছেনা তাদের অভিভাবকরা৷ আক্রান্ত রোগীদের প্রতি স্বাস্থ্য দপ্তরের অবহেলার অভিযোগ এনেই রীতিমত আন্দোলনে নেমেছে সোনামুড়ার করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের লোকেরা৷
সোমবারে রিপোর্ট বের হওয়া ৩২ জন পজিটিভ রোগীর অনেকেই এখনও রয়ে যায় বিভিন্ন সুকলের প্রাতিষ্ঠানিক কোয়ারেণ্টাইন সেন্টারে৷ মঙ্গলবারের পজিটিভ রোগীরাও রয়ে যায় সুকলগুলোতে৷ সেগুলোকে ঘিরে রেখেছে শত শত অভিভাবক৷ তাদের দাবী গত কয়েক দিন ধরে করোনা রোগীর সঙ্গে বহিঃ রাজ্য থেকে আসা শত শত যুবক ছিল, তাদের আলাদা করা হয়নি৷ এগুলোতে সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে সোনামুড়ায়৷ এই কারণেই জটিল অবস্থা সৃষ্টি হয়েছে৷আক্রান্ত রোগীদের আটক করে প্রতিবাদে সামিল হয়েছে জনতা৷ পুলিশ টি এস আর লাগিয়েও ব্যার্থ হচ্ছে প্রশাসনিক কর্তারা৷ কয়েক দফায় লাঠি চার্জ করেও ক্ষুব্ধ অভিভাবক তথা এলাকাবাসীর হাত থেকে দূর্গাপুর প্রাতিষ্ঠানিক কোয়ারেণ্টাইন সেন্টারকে ঘেরাও মুক্ত করতে পারেনি পুলিশ প্রশাসন৷ ভেস্তে যায় কয়েক দফা আলোচনা৷ যদিও মধ্যরাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে ৷ সোনামুড়ার করোনা আক্রান্ত রোগীদের কোভিড ১৯ কেয়ার সেন্টারে নিতে গিয়ে রীতিমত জনতার সঙ্গে আজ খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশ, টি এস আর এবং বি এস এফের। জখম হয় পুলিশ। ভাংচুর হয় বেশ কিছু মোটর সাইকেল।দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় সোনামুড়ার দূর্গাপুর হাই স্কুলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার থেকে পাঁচ জন করোনা আক্রান্ত রোগীকে জনতার অবরোধ থেকে উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হয় প্রশাসন।স্কুলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে বহিরাজ্য থেকে আসা যুবকদের করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে গত দুই দিন ধরে রেখে দেওয়ার অভিযোগেই ক্ষোভ প্রকাশ করে তাদের অভিভাবকগন।রাজ্যের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার এবং কোভিড ১৯ কেয়ার সেন্টার গুলোর প্রতি সরকারের চরম অবহেলার অভিযোগ এনেই মুলত করোনা আক্রান্ত রোগীদের আটকে রেখে আজ আন্দোলনে সামিল হয় সোনামুড়ার ক্ষুব্ধ জনতা।