স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ মে।। মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্মার্ট সিটিতে দুপুরের সামান্য বৃষ্টিতেই জলে হাবুডুবু। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। সোমবার দুপুরের সামান্য বৃষ্টিতে রাজধানী শহরের রাস্তাঘাট জলে থৈ থৈ করছে। তারা অনাবৃষ্টির পর সোমবার দুপুর নাগাদ সামান্য বৃষ্টি জনজীবনে খানিকটা স্বস্তি ফিরেছে। তবে স্বস্তির চেয়েও অস্বস্তি বাড়িয়েছে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা ঘাটে জল জমে। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে স্মার্ট সিটির বিভিন্ন রাস্তা ঘাটে জল জমে যাতায়াত কষ্টকর হয়ে ওঠে। দুপুর বারোটার মধ্যে করোনা
কারফিউ জনিত কারণে দোকানপাট বাজার হাট বন্ধ করে ক্রেতাদের ঘরে ফেরার পালা। এর মধ্যেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে আটকে পড়েনে মানুষজন। মুহূর্তেই রাস্তাঘাটে জল জমে যায়। বাইক স্কুটি রিক্সা ইরিক্সা দিয়ে যাতায়াত করাও অসম্ভব হয়ে পড়ে। তাতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজনকে। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দায়িত্বভার গ্রহণের পর রাজধানী আগরতলা শহরের বানভাসি অবস্থা সরোজমিনে পরিদর্শন করে প্রতিশ্রুতি দিয়েছিলেন এক বছরের মধ্যেই এই সমস্যা থেকে মানুষকে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিন্তু বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকারের বয়স প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত রাজধানী আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। স্বাভাবিক কারণেই ভুক্তভোগী শহরবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আদৌ কি বাস্তবায়িত হবে। নাকি অন্যান্য প্রতিশ্রুতির মতই আগরতলা শহরবাসীকে বানভাসি অবস্থার মধ্য দিয়ে বছরের পর বছর এভাবেই কাটাতে হবে।