স্টাফ রিপোর্টার, পেঁচারথল, ৩১ মে।। পেঁচারথলের বাসিন্দা বিক্রমজিৎ চাকমা আত্মনির্ভরতার এক নজির সৃষ্টি করেছেন। তাঁর কাকাদের সঙ্গে চাষের কাজে এক অভিনব ভাবনা প্রয়োগ করে সাফল্য অর্জন করেছেন এই তরুণ।
ছয় কানি জায়গায় কাশ্মীরী আপেল কুল গাছের চাষ করেন তিনি। হাজার খানেক গাছ বেড়ে ওঠে সেই জমিতে। তাতে প্রথম বার ফলন হয়েছে প্রায় ৪০ কুইন্টাল ফল।
আড়াই লক্ষ টাকা বিনিয়োগ করে প্রায় ৬ লক্ষ টাকা লাভ করেছেন এই তরুণ। কাশ্মীরী আপেল কুল গাছের ফলন প্রথম বছর একটু কম হয়। বিক্রমজিৎ আশাবাদী, আগামী বছর এর দ্বিগুণ ফল ফলবে গাছগুলিতে।
তাঁর এই উদ্যোগকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাধুবাদ জানান। আত্মনির্ভর হয়ে ওঠার তাঁর এই আকাঙ্খা এবং সাফল্য অর্জন রাজ্যের অন্যান্যদেরও উৎসাহ প্রদান করবে বলে অভিমত ব্যাক্ত করেন মুখ্যমন্ত্রী।