অনলাইন ডেস্ক, ৩১ মে।। আন্তর্জাতিক বাজারে মুক্তি পেয়ে বাজিমাত করেছে অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘এফনাইন’। তার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের স্থানীয় বাজারে তোলপাড় করছে ‘আ কোয়ায়েট প্লেস টু’। মেমোরিয়াল ডে উইকএন্ডে এ ছবি পাচ্ছে করোনাকালীন বড় ওপেনিং।
ধারণা করা হচ্ছে, ২০১৮ সালের ‘আ কোয়ায়েট প্লেস’ ছবির সিক্যুয়ালটি রবিবারের মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে ৪.৭ কোটি ডলার ঝোলায় পুরবে, আর সোমবার মেমোরিয়াল ডে’তে আরও ১ কোটি ডলার আয় করবে। কিছু বিশেষজ্ঞ বলছেন, চার দিন মিলে এ অঙ্ক ৬ কোটি ডলারের ঘর পার করবে।
এই যদি হয় অবস্থা, তবে করোনাকালে সবচেয়ে বড় ওপেনিং পাচ্ছে ‘আ কোয়ায়েট প্লেস টু’। এর আগে প্রথম পাঁচ দিনে ৪.৮৫ কোটি ডলার আয় করে মহামারিতে সাফল্য পেয়েছিল ‘গডজিলা ভার্সেস কং’। এবার দুই দানবের পিছু হটার পালা।
জন ক্রাসিন্সকি পরিচালিত ছবিটির প্রথম কিস্তি ওপেনিংয়ে আয় করেছিল সাড়ে ৪ কোটি ডলার। আর ‘আ কোয়ায়েট প্লেস টু’ ৩ কোটি ডলার আয় করবে বলে ধারণা করা হয়।
কিন্তু প্রত্যাশা ছাড়িয়ে শুধু শুক্রবারেই আয় করে ১ কোটি ৯৪ লাখ ডলার। বোঝা যাচ্ছে, মহামারিকালে দর্শকদের আত্মবিশ্বাসী ভালোভাবেই ফিরেছে।
ভিন্নধর্মী এ হরর সিনেমা ‘আ কোয়ায়েট প্লেস টু’তে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, মিলিসেন্ট সিমন্ডস, নোয়া জুপ, সিলিয়ান মারফি ও জিমন হানসো।