অনলাইন ডেস্ক, ৩১ মে।। আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েলস। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন কার্ডিফ সিটির তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার রুবিন কলউইল।
গত ফেব্রুয়ারিতে কার্ডিফের হয়ে অভিষেক হয় তার। ওয়েলসের চূড়ান্ত প্রস্তুতির অনুশীলনে আছেন এই ১৯ বছর বয়সী তারকা।
ওয়েলস ইউরো অভিযান শুরু করবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ১২ জুন, বাকুতে। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ তুরস্ক ও ইতালি।
ওয়েলসকে মাঠে নেতৃত্ব দেবেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। তবে ডাগআউটে কোচ রায়ান গিগসকে তারা পাবে কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে। ওয়েলসের স্কোয়াডে রয়েছেন জুভেন্টাস তারকা অ্যারন রামসিও। দলটি ইউরোতে যাচ্ছে মাত্র তিন ফরোয়ার্ড নিয়ে।
ওয়েলসের ২৬ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: ওয়েইন হেন্নেসে (ক্রিস্টাল প্যালেস), ড্যানি ওয়ার্ড (লেস্টার সিটি), অ্যাডাম ডেভিস (স্টোক সিটি)
ডিফেন্ডার: ক্রিস গান্টার (চার্লটন অ্যাথলেটিক), বেন ডেভিস (টটেনহাম), কনর রবার্ট (সোয়ানসি সিটি), ইথান আমপাডু (চেলসি), ক্রিস মেফাম (বোর্নমাউথ), জো রোডন (টটেনহাম), জেমস লরেন্স (সেন্ট পাউলি) নেকো উইলিয়ামস (লিভারপুল), রাইস নরিংটন-ডেভিস (শেফিল্ড ইউনাইটেড), বেন কাবাঙ্গো (সোয়ানসি সিটি)
মিডফিল্ডার: অ্যারন রামসে (জুভেন্টাস), জো অ্যালেন (স্টোক সিটি), জনি উইলিয়ামস (কার্ডিফ সিটি), হ্যারি উইলসন (লিভারপুল), ড্যানিয়েল জেমস (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেভিড ব্রুকস (বোর্নমাউথ), জো মোরেল (লুটন টাউন), ম্যাট স্মিথ (ম্যানচেস্টার সিটি), ডিলান লেভিট (ম্যানচেস্টার ইউনাইটেড), রুবিন কলউইল (কার্ডিফ সিটি)
ফরোয়ার্ড: গ্যারেথ বেল (রিয়ার মাদ্রিদ), কিফার মুর (কার্ডিফ সিটি), টেইলর রবার্টস (লিডস ইউনাইটেড)