প্রেসিডেন্টের অভিশংসন চেয়ে ব্রাজিলে হাজারো মানুষের বিক্ষোভ


অনলাইন ডেস্ক, ৩০ মে।। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অভিশংসনের দাবিতে ব্রাজিলে রাস্তায় নেমেছেন কয়েক হাজার সাধারণ মানুষ।বিক্ষোভকারীরা বলছেন, বর্তমান সরকার করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি টিকাদানের ব্যবস্থাও ভালো নয়। করোনা শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডকারখানায় সমালোচিত হতে থাকেন এই বলসোনারো। ট্রাম্পের মতো তিনিও নানা সময়ে করোনাকে তাচ্ছিল্য করে কথা বলতে থাকেন।

পরিণাম হয় ভয়াবহ। মৃত্যুপুরীতে পরিণত হয় ফুটবলের দেশ। মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, ব্রাজিলে এখন তৃতীয় ঢেউয়ের শঙ্কা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায়ও প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজারের বেশি মৃত্যু হয়েছে এই রোগে। আক্রান্ত দেড় কোটির বেশি। ২১০ মিলিয়নের বেশি মানুষের দেশটিতে মাত্র ১৯ মিলিয়ন টিকা পেয়েছেন।

করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের সিনেটে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে। বিয়াটিরিজ ফার্নানদা নামের একজন শিক্ষার্থী আন্দোলনে এসে গণমাধ্যমকে বলেন, ‘আমার চাচা মাত্র ৪২ বছর বয়সে করোনায় মারা গেছেন। আমি এখন ভ্যাকসিনের জন্য আন্দোলন করছি। অনেক মানুষ মারা যাচ্ছে। বলসোনারোর উচিত ছিল শুরু থেকেই কিছু করা। কিন্তু তিনি সেটি করেননি।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?