অনলাইন ডেস্ক, ২৭ মে।। খড়গপুর স্টেশনের টিকিট কালেক্টর থেকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কে পরিণত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার সেই অসাধারণ যাত্রার গল্প নিয়ে তৈরি হয়েছিল বায়োপিক। যার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু জানেন কি সিনেমাটির জন্য কত টাকা পেয়েছিলেন ধোনি? সুশান্তই বা কত টাকা পেয়েছিলেন? ধোনির জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি দর্শকদের মন জয় করতেও সক্ষম হয়।
ধোনির স্কুল টিমে সুযোগ থেকে শুরু করে ভারতের জাতীয় দলে জায়গা পাওয়া, তারপর অধিনায়কত্ব এবং ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে ছয় মারার দৃশ্য। সিনেমায় ধোনির জীবনের সমস্ত ঘটনাই তুলে ধরা হয়েছিল। ছবিতে ধোনির স্ত্রী সাক্ষীর ভূমিকায় অভিনয় করেছিলেন কিয়ারা আদবানি। সিনেমাটির জন্য ধোনি কত টাকা পেয়েছেন? সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটির সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ফাঁস করেছেন সেই তথ্য।
তিনি বলেন, ‘তার জীবনের ওপর সিনেমা তৈরির রাইটস, ব্যক্তিগত তথ্য, ডকুমেন্টস, ছবি এবং বায়োপিকটির মার্কেটিং ও প্রমোশনের জন্য ধোনি মোট ৪৫ কোটি রুপি পেয়েছেন। তবে উল্টোদিকে সুশান্ত সিং রাজপুত সিনেমায় ধোনির চরিত্রে অভিনয় করার জন্য ২ কোটি রুপি পেয়েছেন।
এ ছাড়া ধোনির বিজনেস ম্যানেজার, যিনি আবার সিনেমাটির সহকারী প্রযোজক ছিলেন, সেই অরুণ পাণ্ডে পর্যন্ত সুশান্তের থেকে বেশি অর্থ পেয়েছেন। তিনি মোট পাঁচ কোটি টাকা পেয়েছেন।’ তিনি আরো জানান, সিনেমাটি তৈরি করতে যা খরচ হয়েছে, সেটি মুক্তির আগেই বাজার থেকে তুলে ফেলেছিলেন সিনেমার প্রযোজকেরা।