অনলাইন ডেস্ক, ২৭ মে।। হ্যামস্ট্রিং চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস। ধারণা করা হচ্ছে, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে থাকে। বুধবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। গত রবিবার ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মিডলসেক্সের বিপক্ষে সারের ম্যাচে ড্রেসিংরুমে মোজায় পিছলে পড়ে চোট পান ফোকস।
এরপর সারের মেডিকেল দল তাকে পরীক্ষা করেন এবং পুনর্বাসনে পাঠান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলার অভিজ্ঞতা হতো ফোকসের। কিন্তু ব্যাট ও গ্লাভস হাতে দুর্দান্ত সময় কাটানো তারকার সেই স্বপ্নপূরণ হচ্ছে না এবার। ফোকসের পরিবর্তে স্যাম বিলিংসকে দলে ডেকেছে ইংল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা হলেও এখনো টেস্ট খেলা হয়নি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।
উইকেটরক্ষক হিসেবে সিরিজের প্রথম টেস্টেই একাদশে থাকতে পারেন তিনি।এ ছাড়া ২০১৬ সালের নভেম্বরের পর প্রথমবার ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন হাসিব হামিদ। এ বছর কাউন্টি মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তিনি। ৫২.৬৬ গড়ে ৪৭৪ রান করেছেন তিনি। এজবাস্টনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ার্কশায়ারের বিপক্ষে নটিংহ্যাম্পশায়ারের ম্যাচ শেষে রবিবার ইংল্যান্ড স্কোয়াডে যোগ দেবেন হামিদ।