অনলাইন ডেস্ক, ২৭ মে।। একটি বেটিং কোম্পানির ব্যবসায়িক অংশীদার হয়েছিলেন সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু এতে বেঁধেছে বিপত্তি। বিষয়টি আসলে ফিফার নিয়মের পরিপন্থী। তাই জরিমানা করা হয়েছে ৩৯ বছর বয়সী ইব্রাকে। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইব্রাহিমোভিচকে ৫০ হাজার ইউরো জরিমানা করে। শুধু ইব্রাহিমোভিচ নন, জরিমানার কবলে পড়তে হয়েছে তার ক্লাব মিলানকেও।
সতর্ক করার পাশাপাশি ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ক্লাবটিকে। এপ্রিলে সুইডেনের সংবাদপত্র আফতনব্লাদেত তাদের খবরে বলেছিল, মাল্টা-ভিত্তিক বাজির প্রতিষ্ঠানের আংশিক মালিকানা আছে ইব্রাহিমোভিচের। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত বাজি, জুয়া, লটারি বা এরকম কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। গত মাসেই মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ইব্রাহিমোভিচ।