অনলাইন ডেস্ক, ২৫ মে।। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচ খেলতে দলের সঙ্গে আবুধাবি সফরে যেতে পারবেন না কোয়েটা গ্লাডিয়েটর্সের পেসার নাসিম শাহ। টুর্নামেন্টের করোনা প্রতিরোধের প্রটোকল ভাঙার দায়ে ছিটকে গেছেন পাকিস্তানের এই তরুণ বোলার।
করোনার কারণে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া পিএসএলের বাকি ম্যাচ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তার জন্য ২৬ মার্চ করাচি ও লাহোর থেকে যেসব খেলোয়াড় আবু ধাবিত উদ্দেশ্যে রওনা দেবেন তাদেরকে গত ৪৮ ঘণ্টার পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে। কিন্তু নাসিম শাহ যে রিপোর্ট দেখিয়েছেন তা গত সপ্তাহের। ১৮ মে নেওয়া।
এই ঘটনায় তিন সদস্যের পিএসএলের স্বাধীন মেডিকেল অ্যাডভাইজরি প্যানেল নাসিম শাহকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ব্যাপারে পিএসএল ও কমার্শিয়াল ডিরেক্টর প্রধান বাবর হামিদ বলেন, ‘এই তরুণ পেসারকে ছাড় দেওয়া গর্বের বিষয় নয় পিসিবির জন্য। যদি আমরা এই প্রটোকল নিয়মকে তোয়াক্কা করি তবে আমাদের ইভেন্ট চলাকালীন ঝুঁকিতে পড়ার সমস্যা আছে। ’
নাসিম শাহকে আবুধাবি যেতে না দেওয়ার ব্যাপারটি মেনে নেওয়ায় তার দল কোয়েটা গ্লাডিয়েটর্সকে ধন্যবাদ জানান বাবর হামিদ।