‘ফিলিস্তিনিরা সম্মান-আশা নিয়ে বাঁচতে না পারলে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবেই’

অনলাইন ডেস্ক, ২৪ মে।। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তার মধ্যপ্রাচ্য সফরের আগে ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে দ্বি-রাষ্ট্র নীতির প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ১১ দিনের হত্যাযজ্ঞ শেষে যুদ্ধবিরতি ঘোষণার পর তিনি এমন মন্তব্য করলেন।

এবিসি’র দিস উইককে রবিবার ব্লিনকেন বলেন, ইতিবাচক কোনো পরিবর্তন না ঘটলে এবং ফিলিস্তিনিরা যদি আরও সম্মান ও আশা নিয়ে বাঁচতে না পারে, তবে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে যা কারও কাম্য নয়।

এদিকে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঘোষণায় বলা হয়েছে, ব্লিনকেন আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইসরায়েল, ফিলিস্তিন ও আঞ্চলিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার।

‘দ্বি-রাষ্ট্র সমাধান নীতি’র ভিত্তিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে আসছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এসে একচোখা নীতি গ্রহণ করে এবং ফিলিস্তিনে মার্কিন সহায়তা বন্ধ করে দেয়।

জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই রাষ্ট্র সমাধান নীতি আবার সামনে আসে।

এ অবস্থায় ব্লিনকেন আরও ইতিবাচক সুরে ইসরায়েল-ফিলিস্তিনের জন্য সমান পদক্ষেপের বিষয়ে তার মত ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার বিষয়েও গুরুত্বারোপ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?