ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে এভারটনকে ৫-০ গোলে হারায় ম্যান সিটি

অনলাইন ডেস্ক, ২৪ মে।। ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাদ স্টেডিয়াম নিজের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখলেন সার্জিও আগুয়েরো। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচে আর্জেন্টাইন স্ট্রাইকার করলেন জোড়া গোল।

সুবাদে এভারটনকে বড় ব্যবধানে হারিয়ে লিগ শিরোপা উদযাপন করল পেপ গার্দিওলার দল। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে এভারটনকে ৫-০ গোলে হারায় ম্যান সিটি।

আগেই শিরোপা নিশ্চিত হওয়া দলটির হাতে ট্রফি তুলে দেওয়া হয় এদিন। আগুয়েরোর জোড়া গোল ছাড়াও কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল জেসুস ও ফিল ফোডেন করেছেন একটি করে গোল।

এ মৌসুম শেষ হওয়ার মধ্য দিয়েই শেষ হচ্ছে আগুয়েরোর ম্যানচেস্টার সিটি অধ্যায়। সিটির হয়ে শেষ লিগ ম্যাচ খেলে ফেললেন তিনি।

২০১১ সালে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছেড়ে সিটিতে পাড়ি জমান আগুয়েরো। এরপর ম্যানচেস্টারের দলটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তিনি উপভোগ করেছেন বহু ব্যক্তিগত ও দলীয় সাফল্য।

সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। সকল প্রতিযোগিতা মিলিয়ে ৩৮৯ ম্যাচে তিনি লক্ষ্যভেদ করেছেন ২৬০ বার। সিটির হয়ে জিতেছেন পাঁচটি লিগ শিরোপা।

সিটি লিগ শেষ করল ৩৮ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে মোট ৮৬ পয়েন্ট নিয়ে। এভারটন ৫৯ পয়েন্ট নিয়ে দশে থেকে লিগ শেষ কর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?