নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। ত্রিপুরায় করোনা আক্রান্ত প্রথম মৃত্যু হয়েছে। চাচুবাজারের বাসিন্দা করোনা সংক্রমিতের আজ মৃত্যু হয়েছে। তবে, করোনা আক্রান্ত হওয়ার আগেই তিনি উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা জেলায় সিধাই মোহনপুর থানাধীন চাচুবাজার এলাকায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তির কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার পর গত ৩ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা-য় আক্রান্ত হওয়ার আগেই তিনি উচ্চরক্ত জনিত সমস্যায় ভুগছিলেন। ফলে, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে চিকিৎসা শুরু হয়। তাঁর ছেলে বেঙ্গালুরু থেকে ফিরেছেন। কিন্তু, তাঁর ছেলে করোনা আক্রান্ত নন। ফলে, তিনি কিভাবে করোনা আক্রান্ত হলেন সেই রহস্যের এখনো সমাধান হয়নি। চাচুবাজার এলাকায় করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা দেওয়া হয়েছে। আজ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু-র জন্য মৃতের পরিবার-কে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। সম্ভবত, আজকেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।