অনলাইন ডেস্ক, ২৩ মে।। একুশের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ২৬ মে বুধবার। যা এক দুর্লভ মহাজাগতিক ঘটনা হতে চলেছে। কারণ ওইদিন একইসঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপারমুন এবং ‘রেড ব্লাড মুন’ দেখা যাবে। তবে তাঁর আংশিক গ্রহণ দেখতে পারবেন দেশবাসী। পূর্ন গ্রহণ দেখা মিলবে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্টিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে।
তবে ব্রাজিলের পশ্চিম অংশ, আমেরিকার পূর্বদিক এবং কানাডা থেকে চন্দ্রগ্রহণ শুরুর দিক দেখতে পাবেন মানুষ। চন্দ্রগ্রহণের শেষের দিকের অংশ দেখা যাবে ভারত মহাসাগরীয় অঞ্চল, শ্রীলঙ্কা, উত্তর-পূর্ব ভারত, চিন, মঙ্গোলিয়া এবং রাশিয়ায়। পশ্চিমবঙ্গে চাঁদ ওঠার পর আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। তা একেবারে শেষের দিকে মিনিট কয়েকের হবে। সিকিম ছাড়া উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের একাংশ এবং উপকূলীয় ওড়িশার একাংশের মানুষ চন্দ্রগ্রহণ দেখতে পাবেন।
ভারতীয় সময় অনুযায়ী কলকাতা ও ডায়মন্ড হারবার – সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে চাঁদ উঠবে। আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে। কোচবিহার – সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে চাঁদ উঠবে। আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে। মালদহ – সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে চাঁদ উঠবে। আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে। দিঘা – সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে চাঁদ উঠবে। আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে।
অসমের গুয়াহাটি – সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে চাঁদ উঠবে। আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে। শিলচর – সন্ধ্যা ৬ টা ১ মিনিটে চাঁদ উঠবে। আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে।