অনলাইন ডেস্ক, ২২ মে।। প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডার মাছি বর্গের অন্তর্ভুক্ত প্রাণী হচ্ছে মশা। মশা, যাকে ইংরেজিতে বলা হয়-Mosquito, শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ mosca এবং diminutive নামক দুটি শব্দ থেকে, যেগুলোর অর্থ হল যথাক্রমে ক্ষুদ্র এবং মাছি। অর্থাৎ Mosquito শব্দটির অর্থ হল- ছোট মাছি বা উড়তে সক্ষম এমন ক্ষুদ্র পতঙ্গ।
সুযোগ পেলেই হুল ফুটিয়ে রক্ত খাওয়া শুরু করে মশা। রক্ত পান শেষে সুযোগ বুঝে পালিয়ে যায়। জানা আছে, পুরুষ মশা মানুষকে কামড়ায় না। তাদের খাদ্য উদ্ভিদের রস। কিন্তু স্ত্রী মশার চাই রক্ত। কখনও ভেবে দেখেছেন, মশার কার রক্ত বেশি পছন্দ, নারী নাকি পুরুষের?
এ বিষয়ে পতঙ্গবিদরা গবেষণা করে দেখেছেন, অ্যানোফিলিসসহ অন্যান্য সকল স্ত্রী মশারা নারী রক্তের প্রতি বেশি আকর্ষিত হয়। কারণ মেয়েদের ঘামের সঙ্গে বেশ কিছু প্রকারের অ্যামিনো অ্যাসিড বেশি পরিমাণে নিসৃত হয়। এই অ্যামিনো অ্যাসিডগুলির আধিক্যই নারী শরীরের প্রতি টেনে আনে মশাদের।
এছাড়াও মেয়েদের শরীরে উপস্থিত এক বিশেষ ধরনের হরমোন ঘামের সঙ্গে নির্গত হয় যা মশককুলকে আকর্ষণ করে। ফলে মশার বেশি কামড় খায় মেয়েরা। মশাদের নারীদের প্রতি আসক্তির এই তথ্য সত্যিই অদ্ভুত।