নতুন প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।। করোনার প্রকোপে পরিস্থিতি পর্যালোচনা করে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা তথা কন্টেনমেন্ট জোন ঘোষণা দেওয়া হচ্ছে। আজ পশ্চিম ত্রিপুরা জেলায় চাচুবাজারে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন নিয়মভঙ্গের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদিন জেলা শাসক এলাকা পরিদর্শনে গিয়ে ওই ব্যক্তিকে নিয়মভঙ্গের অপরাধে গ্রেফতারের নির্দেশ দেন। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড. সন্দীপ এন মাহাত্মে দাবি করেন, করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সমস্ত সরকারি নিয়ম কঠোরভাবে পালন করা হচ্ছে। ত্রিপুরায় বর্তমানে ৪ জেলায় ১৪টি করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা দেওয়া হয়েছে। তাতে, গোমতী জেলায় ২টি, সিপাহীজলা জেলায় ২টি, উত্তর ত্রিপুরা জেলায় ৮টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ২টি ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা দেওয়া হয়েছে। এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড. সন্দীপ এন মাহাত্মে বলেন, পশ্চিম জেলায় মতিনগর-এ ২টি গ্রাম পঞ্চায়েত এবং চাচুবাজারে তিনটি স্থান করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে সরকারি সমস্ত নিয়ম কঠোরভাবে পালন করার ব্যবস্থা হয়েছে। পুলিশি টহলদারি জারি রয়েছে। তিনি বলেন, আশা কর্মী, এএনএম এবং এমপিডব্লিউ কর্মীরা করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন। এখন পর্যন্ত ৫০০ নমুনা সংগ্রহ করা হয়েছে। আরও নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ওই নমুনা-র রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এদিন তিনি বলেন, আজ করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সরকারি নিয়ামভঙ্গের দায়ে এক ব্যক্তি-কে গ্রেফতার করা হয়েছে। এলাকা পরিদর্শনে গিয়ে ওই অব্যবস্থা দেখে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছি।