ডিওয়াইএফআই কর্মীকে মারধর, পুলিশের ভূমিকায় হতাশ সিপিএম নেতৃত্ব

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২২ মে।। ঊনকোটি জেলার ফুলতলী গ্রামে বাম যুবকর্মী প্রসন্ন দাস এর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম। এক প্রতিনিধি দল শনিবার আক্রান্তের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

গত কুড়ি মে বৃহস্পতিবার কৈলাসহরের ফুলতলী গ্রামে ডিওয়াইএফআই কর্মী প্রসন্ন দাসকে গ্রামের উপ প্রধান মৃদুল সিনহার নেতৃত্বে বিজেপি দলের কর্মীরা বেধড়ক মারধোর করায় গুরতর জখম হয়ে বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঊনকোটি জেলা হাসপাতালের ডাক্তার বাবুরা আজও জানান যে, প্রসন্ন দাসের অবস্থা এখনও সংকট জনক।

অপরদিকে, এই ঘটনার সাথে জড়িতদের কৈলাসহর থানার পুলিশ আজ অব্দি গ্রেফতার করে নি। এমতাবস্থায় সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী এবং কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল ফুলতলী গ্রামে ডিওয়াইএফআই কর্মী প্রসন্ন দাসের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।

প্রসন্ন দাসের উপর এই আক্রমনের ঘটনায় প্রসন্ন দাসের কাকা বিজেপি দলের সক্রিয় সদস্য হলেও এই ঘটনার তীব্র নিন্দা জানান । তিনি তার ক্ষোভের কথা সিপিআইএম প্রতিনিধি দলের কাছে এবং মিডিয়ার প্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন।

ফুলতলী গ্রামে প্রসন্ন দাসের বাড়িতে সিপিআইএম দলের প্রতিনিধি দল যাবার পরও উনাদের সামনে গ্রামের উপ প্রধান মৃদুল সিনহা প্রকাশ্যেই ঘুরাফেরা করছে । প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী অভিযোগ করেন ।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?