অনলাইন ডেস্ক, ২২ মে।। দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিতে রাজি হয়েছেন সার্জিও আগুয়েরো। খবরটি নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান, ইএসপিএন ও মিরর-সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম। আগামী মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আগুয়েরোর। চলতি মৌসুমের মাঝপথে ইতিহাদ ছাড়ার ঘোষণা দেন ৩২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সে সময় আগুয়েরো বার্সায় যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা গিয়েছিল। তবে ক্যাম্প ন্যুয়ে তিনি সতীর্থ হিসেবে লিওনেল মেসিকে না-ও পেতে পারেন। কারণ এই মৌসুম শেষ বার্সার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমএলটেনের। হয়তো ভবিষ্যতের সিদ্ধান্ত না নিয়ে কাতালোনিয়া ছাড়তে পারেন রেকর্ড ছয়টি ব্যালন ডি’অরের মালিক। তার সম্ভাব্য ঠিকানা হিসেবে ওপর সারিতে আছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি।
আগুয়েরো ক্যাম্প ন্যুয়ে যাচ্ছেন ন্যূনতম বেতনে। তবে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলে বোনাস পাবেন। এই ইতিহাদ কিংবদন্তি আগামী মৌসুমে ৩৩ বছর বয়সে পা রাখবেন। চোটের কারণে গত মৌসুমে ছন্দে ছিলেন না আগুয়েরো। সিটির শিরোপা জয়ের অভিযানে ১৮ ম্যাচ খেলে করেছেন মাত্র ৪ গোল।
রোববার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে শেষ ম্যাচ খেলে ইতিহাদ স্টেডিয়াম থেকে বিদায় নেওয়ার আশা করছেন তিনি। এর পরের সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ফাইনাল হবে সিটির জার্সিতে তার শেষ ম্যাচ।