নতুন প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।। ত্রিপুরা সরকার স্বীকার না করলেও রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে। আজ শনিবার সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক দাবি করেছেন সিপিএম-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশ। তিনি উদাহরণ দিয়ে বলেন, মধুপুরে মহিলার করোনা আক্রান্তের ঘটনা গোষ্ঠী সংক্রমণের দিকেই ইশারা দিচ্ছে। কারণ, ওই মহিলার বহিঃরাজ্য সফর কিংবা করোনা সংক্রমিতের সংস্পর্শে আসার কোনও তথ্য ছিল না। সাথে তিনি যোগ করেন, কেন্দ্রীয় সংশোধনাগারেও চার কয়েদির সংক্রমিত হওয়া একই দিকে ইঙ্গিত করছে।
গৌতম দাশের কথায়, প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এমন-কি যাদের বহিঃরাজ্য সফরের কোনও তথ্য নেই, তাঁরাও আক্রান্ত হচ্ছেন। তিনি ত্রিপুরা সরকারকে নিশানা করে বলেন, চূড়ান্ত গাফিলতির জন্য রাজ্য সংক্রমণজনিত ঝুঁকির মুখোমুখি হতে চলেছে। সে-ক্ষেত্রে বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার সব নাগরিকের নমুনা পরীক্ষার করতে সিপিএম-এর দাবি মানছে না রাজ্য সরকার, ক্ষোভ প্রকাশ করেন তিনি। সিপিএম-এর রাজ্য সম্পাদক বলেন, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করার পাশাপাশি সকলের ৫০ লক্ষ টাকা বিমা করে দেওয়া উচিত ত্রিপুরা সরকারের।