অনলাইন ডেস্ক, ২১ মে।। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে স্কুল থেকে বেরিয়ে প্রতিবাদে যোগ দিয়েছে কয়েক হাজার অস্ট্রেলিয়ান শিশু। উচ্চ কার্বন নির্গমনের লক্ষ্য নির্ধারণ অস্বীকার করায় দীর্ঘদিন ধরে সমালোচনা মুখোমুখি হতে হচ্ছে দেশটিকে। আশা করা যাচ্ছে, পুরো দেশজুড়ে প্রায় ৫০ হাজারেরও বেশি ছাত্র এই জলবায়ু সমাবেশে যোগ দেবে।
জলবায়ু সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূল পর্যায়ে এটিই হতে যাচ্ছে তরুণদের সবচেয়ে বড় অভিযান। সিডনিতে সমাবেশে যোগ দেওয়া ১৭ বছর বয়সী ডেভিড সোরিয়ানো চিন্তিত তার ভবিষ্যৎ নিয়ে। তিনি চান, সরকার তরুণদের এই আন্দোলনকে গণ্য করুক। সোরিয়ানো বলেন, ‘আমরা উদ্বিগ্ন ও ভীত। আমাদের পরবর্তী প্রজন্ম, এমনকি আমাদের নিজের প্রজন্মের ভবিষ্যত নিয়েও আমি সন্দিহান।’
সোরিয়ানো আরও জানান, যেখানে তিনি বাস করেন সেই পশ্চিম সিডনিতে তাপমাত্রা এবং দূষিত বাতাসের মান বৃদ্ধি পেয়েছে। সমাবেশে যোগ দেওয়া বিক্ষোভকারীরা জানিয়েছে, বিতর্কিত আদানি খনিসহ অস্ট্রেলিয়ায় তারা নতুনভাবে আর কোনো কয়লা, তেল এবং গ্যাস প্রকল্প চায় না।