গন্ডাছড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন ও স্মারকলিপি গণতান্ত্রিক নারী সমিতির

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২০ মে।। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের সবচেয়ে প্রত্যন্ত মহকুমা গন্ডাছড়ায় স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের দাবিতে মহকুমা স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে গণতান্ত্রিক নারী সমিতি গন্ডাছড়া মহকুমা কমিটি।সারাভারত গনতান্ত্রিক নারী সমিতি গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে সাত দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল , গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ২টি ব্লক এবং ২৭টি ভিলেজ এলাকায় মাল্টিপারপাস ওয়ার্কার দিয়ে দিয়ে করোনা রোগীর নমুনা পরীক্ষা করার উদ্যোগ নিতে হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক ভাবে আরো বেশি যত্নবান এবং ১৮-৪৪ বৎসর পর্যন্ত জনসাধারনদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ অতিদ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

গন্ডাছড়া মহকুমায় ২৭টি ভিলেজ এলাকায় বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ডিডিটি স্পে করতে হবে। মহকুমা হাসপাতালে স্রীরোগ এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্হা করতে হবে এবং রইস্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ও প্রয়োজনীয় সেবীকার ব্যবস্থা করতে হবে।

মহকুমা স্বাস্থ্য আধিকারিক তাদের দাবি গুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে প্রতিনিধি দলের সদস্যাদের আশ্বাস দেন। প্রতিনিধি মূলক ডেপুডেশন কালে সেখানে উপস্থিত ছিলেন সারাভারত গনতান্ত্রিক নারী সমিতি গন্ডাছড়া বিভাগীয় কমিটির সম্পাদিকা দশরানী ত্রিপুরা, সভানেত্রী রীনা দাস,বিভাগীয় নেত্রী আন্তদেবী চাকমা প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?