স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২০ মে।। বৃহস্পতিবার আসাম আগরতলা জাতীয় সড়কে জিরানিয়া কলাবাগান এলাকায় একটি দ্রুতগামী বোলেরো পিকআপ গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে।রাজ্যে পথদুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। লকডাউন চলাকালে যানবাহন চলাচল অনেকটা কম হলেও দুর্ঘটনা কিন্তু পিছু ছাড়ছে না।
বৃহস্পতিবার তেলিয়ামুড়া থেকে আগরতলাগামী এক যুবক বাইক নিয়ে যখন আসছিল তখন জিরানিয়া কলাবাগান এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া একটি বোলেরো পিকআপ গাড়ি ধাক্কা দেয়। বোলেরো পিকআপ গাড়ির পেছনের চাকার ধাক্কা লেগে বাইক নিয়ে ছিটকে পড়ে ওই যুবক। তাতে গুরুতরভাবে আহত হয় সে। আহত যুবকের নাম সঞ্জীব পাল। বাড়ি তেলিয়ামুড়া। সে আগরতলায় অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করে। কাজের জন্যই তেলিয়ামুড়া থেকে বাইকে করে আগরতলায় আসছিল। তখনই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবক।
স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান। তার পরিচয় পাওয়ার পর তিনি ফোনে বিষয়টি তার পরিবারের লোকজনদের জানান। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিরানিয়া হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। পুলিশ গাড়িটি আটক করেছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।