নতুন প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। জি বি হাসপাতালের মাইক্রো বায়োলজি ল্যাবে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল চত্ত্বরে আতঙ্ক ছড়িয়েছিল। তবে, দমকল দুইটি ইঞ্জিন সময়মতো ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে নিয়ে আসে। তাতে, বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। সম্ভবত, এসি মেশিনে শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত। আজ সকালে জি বি হাসপাতালের মাইক্রো বায়োলজি ল্যাব-এ আগুন দেখতে পেয়ে হাসপাতালের কর্মীরা দমকল বাহিনী-কে খবর দেন। খবর পেয়ে দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সময়মতো দমকল কর্মীরা না পৌছালে বড় ধরনের বিপদ ঘটত বলে মনে করা হচ্ছে। এ-বিষয়ে ল্যাব-র জনৈক কর্মী জানান, আগুন কিভাবে লেগেছে তা তিনি বলতে পারছেন না। এমনকি ক্ষয়ক্ষতি কি পরিমান তা এখনো অনুমান করা যাচ্ছে না। তবে, বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি মনে করছেন। দমকল কর্মীর দাবি, দুই ইঞ্জিনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এসি মেশিন থেকে শর্ট সার্কিটে সম্ভবত আগুন লেগেছে।