অনলাইন ডেস্ক, ২০ মে।। বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের একজন মাধুরী দীক্ষিত। অভিনয় করেছেন অসংখ্য ব্লকবাস্টার ছবিতে। তবে ২০০২ সালে মুক্তি পাওয়া সঞ্জয়লীলা বনসালি পরিচালিত ‘দেবদাস’-এ চন্দ্রমুখী চরিত্রে মাধুরীর অভিনয় এখনও পর্যন্ত তার ফিল্মি ক্যারিয়ারে অন্যতম সেরা অভিনয়। ছবিতে মাধুরীর মোহময়ী রূপ, দক্ষ অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচে মুগ্ধ হননি এমন দর্শক বিরল।
চমকপ্রদ তথ্য হলো- ‘দেবদাস’র পর ফের একবার জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয়লীলা বানসালি।
নেটফ্লিক্সের জন্য তৈরি করতে চলা ম্যাগনাম ওপাস ‘হীরা মান্ডি’তে দেখা যাবে মাধুরীকে। এরইমধ্যে বলিউডের এই অভিনেতাকে চূড়ান্ত করে ফেলেছেন বানসালি। সব ঠিক থাকলে এর মধ্য দিয়ে ১৯ বছর পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।
‘হীরা মান্ডি’তে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষি সিনহা ও হুমা কুরেশি। এমনটা অনেক আগেই ঘোষণা দেওয়া হয়েছিলো। ছবিতে একটি মুজরা নাচের সিকোয়েন্সের জন্য মাধুরীকে নিতে চাইছেন বনসালি। সেই অনুযায়ী প্রস্তাবও গেছে নায়িকার কাছে। আর সেই প্রস্তাবে নাকি রাজিও হয়ে গিয়েছেন মাধুরী।