অনলাইন ডেস্ক, ২০ মে।। দুইবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী এবং ৪০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়া সাবেক স্প্রিন্টার লি ইভান্স আর নেই। ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত মে মাসে স্ট্রোক করেছিলেন এই আমেরিকান।
প্রথম স্প্রিন্টার হিসেবে ৪০০ মিটারে ৪৪ সেকেন্ড সময় নিয়ে মাইলফলক গড়েন ইভান্স। ১৯৬৮ মেক্সিকো গেমসে ৪৩.৮৬ সেকেন্ডে এই রেকর্ড গড়ে স্বর্ণ জয় করেন তিনি।
একই আসরে পুরুষদের মধ্যে ৪*৪০০ রিলেতেও স্বর্ণ জেতেন ইভান্স। সেবার তিনি কালো মানুষদের প্রতি সংহতি জানাতে সতীর্থদের সঙ্গে ট্র্যাকে নামেন কালো টুপি পরে।
ইভান অলিম্পিক প্রজেক্টে মানবাধিকার নিয়েও কাজ করেছেন। তিনি তার প্রতিষ্ঠাতা সদস্যও। এ ছাড়া প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষে তিনি নাইজেরিয়া ও সৌদি আরবে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।