”খোদার আশীর্বাদ… তাই তো বাবা-ছেলের একই দিনে জন্মদিন, মধ্যরাতে আমরা কেক কাটলাম”

অনলাইন ডেস্ক, ১৯ মে।। ১৯ মে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে বিশেষ একটি দিন। শুধু নিজের জন্মদিন বলে নয়, এদিন তার ছেলে ইয়ানিরও পৃথিবীর আলো দেখার দিন। তবে এ বছর বাবা-ছেলে একসঙ্গে জন্মদিন কাটাতে পারছে না। বর্তমানে নিজ শহর বুধানায় রয়েছেন অভিনেতা। অন্যদিকে মা আলিয়ার সঙ্গে কাসারার খামার বাড়িতে রয়েছে ইয়ানি।

যদিও প্রযুক্তির যুগে এ দূরত্ব বিশেষ কোনো বিষয়ই নয়। বাবা-ছেলের বিশেষ দিনটি এবার একটু অন্যরকমভাবে পালন করার পরিকল্পনা করেছিলেন আলিয়া। আয়োজন করেন মিডনাইট সারপ্রাইজের। ছেলের জন্যে বিশেষ কেক অর্ডার করেছিলেন আলিয়া। মধ্যরাতে ভিডিও কলে নওয়াজকে রেখে কাটা হলো কেক। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, “খোদার আশীর্বাদ… তাই তো বাবা-ছেলের একই দিনে জন্মদিন। মধ্যরাতে আমরা কেক কাটলাম। ভিডিও কলের মাধ্যমে উপস্থিত ছিল নওয়াজ।

সকালে উঠেও ছেলেকে জন্মদিনের ভালোবাসা জানিয়েছে ও। দূরে থাকলেও নিয়মিত বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করে নওয়াজ। এ বছর ইয়ানির জন্য আর কোনো উপহার কিনতে পারিনি, তবে ওদের চাচা শামস তো নিয়মিত উপহার দিয়ে খানিকটা বিগড়েই দিয়েছে।” ছয় বছরের ইয়ানির জন্মদিনে কখনো পার্টি হয়নি বলেই জানালেন আলিয়া। বলেন, “আমি ও নওয়াজ দুজনই মনে করি বিলাসবহুল পার্টিতে পয়সা নষ্ট না করে, সেই অর্থ কোনো সংস্থায় দান করা উচিত যাদের মাধ্যমে গরিব-দুঃখীদের উপকার হয়। এ বছরও ব্যতিক্রম হবে না।”

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সব কাজ স্থগিত রেখে নওয়াজউদ্দিন আপাতত সময় কাটাচ্ছেন মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে। ১৯৭৪ সালে ১৯ মে জন্ম নওয়াজউদ্দিন সিদ্দিকীর। দেখতে খুবই সাধারণ হলেও শুধু অভিনয় প্রতিভার গুণে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবিন মধ্যে রয়েছে কাহানি, বাজরঙ্গি ভাইজান, ব্ল্যাক ফ্রাইডে, গ্যাংস অফ ওয়াসিপুর ও রামন রাঘব। নওয়াজউদ্দিনই ভারতের একমাত্র অভিনেতা, যার আটটি ছবি কান ফিল্ম ফেস্টিভালে মনোনীত ও প্রদর্শিত হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?