করোনামুক্ত কঙ্গনা রনৌত, ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে প্রমাণ দেখাতে হলো অভিনেত্রীকে

অনলাইন ডেস্ক, ১৯ মে।। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে কঙ্গনা রনৌত জানিয়েছেন, তিনি করোনামুক্ত হয়েছেন। কিন্তু সেই খবর বিশ্বাস করেননি অনেকেই। তাই প্রমাণ দেখাতে হলো অভিনেত্রীকে। টেস্ট রিপোর্ট শেয়ার করে মঙ্গলবার সন্ধ্যায় কঙ্গনা লেখেন, সেই সব ‘খারাপ মানুষ’দের জন্য যারা আমাকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেছে।

তিনি বলেন, “সেই সব খারাপ মানুষদের উদ্দেশে যারা বলেছিল আমি মিথ্যা কথা বলছি। আসলে মানুষ নিজে যা, চারপাশের মানুষকেও সেটাই ভাবে। একজন রামভক্ত কখনো মিথ্যে কথা বলে না। জয় শ্রী রাম।” এর আগে কঙ্গনা ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, “সবাইকে নমস্কার। আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি অনেক কিছু বলতে চাই যে কীভাবে এই ভাইরাসের বিরুদ্ধে আমি জয়ী হলাম, কিন্তু আমাকে বলা হয়েছে কভিড ফ্যান ক্লাবদের কষ্ট না দিতে। হ্যাঁ, এমন অনেক মানুষজন রয়েছেন তারা চট করে রেগে যান যদি আপনি ভাইরাসের প্রতি সম্মান না দেখান। যাই হোক শুভ কামনা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।”

কভিড ফ্যান ক্লাব বলতে কঙ্গনা মূলত ইনস্টাগ্রামকেই বিদ্রূপ করেছেন। ৮ মে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন কঙ্গনা। কিন্তু তার সেই ঘোষণা ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কারণ কভিডকে সাধারণ জ্বর-সর্দি বলে উল্লেখ করেছিলেন। কঙ্গনার সেই পোস্ট ইনস্টাগ্রামের বিধি লঙ্ঘন করায় মুছেও দেয় কর্তৃপক্ষ। এর আগে পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির হারের পর একের পর এক উসকানিমূলক পোস্ট দিয়ে টুইটার থেকে স্থায়ীভাবে বহিষ্কার হন কঙ্গনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?