রাজ্যে নতুন আরও ৭৪৬ জন করোনা আক্রান্ত, চব্বিশ ঘণ্টায় মৃত্যু পাঁচজনের, ৩১৭ জনের আরোগ্য লাভ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। রাজ্যে গত ২৪ ঘন্টায় ৯,৭৮৯ জনের নমুনা পরীক্ষায় ৭৪৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়৷ পরিসংখ্যানের দিকে গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বেশি এ দিনের করোনা গ্রাফ৷ মৃত্যু হয় ৫ জনের৷ আরোগ্যের হার দাঁড়ায় ৮৬.৮৭ শতাংশ৷ সুস্থ হয় ৩১৭ জন৷ পজিটিভিটি হার ৫.২১ শতাংশ৷

বর্তমানে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০৪৫ জন৷ পশ্চিম জেলায় সিংহভাগ সংক্রমণ৷ গত ২৪ ঘন্টায় পশ্চিম জেলায় নতুন করে শনাক্ত ৪১৩ জন করোনা রোগী৷ দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ জেলা৷ দক্ষিণ জেলায় সংক্রমণের সংখ্যা ৮৬ জন৷ গোমতী জেলায় করোনা সংক্রমনের গতি চিকিৎসক মহলকে চিন্তায় ফেলেছে৷ কোভিড ডেডিকেটেড হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে৷ অধিকাংশই আগরতলা পুর নিগম এলাকার৷

আগরতলা পুরনিগম এলাকায় গত ১১ মে করোনা সংক্রমণের হার ১৪.৪৮ শতাংশ, ১২ মে ১৬.৬২ শতাংশ, ১৩ মে ১৮.১৪ শতাংশ, ১৪ মে ১৯.৮৫ শতাংশ, ১৫ মে ১৯.৪১ শতাংশ, ১৬ মে ১৭.২২ শতাংশ, ১৭ মে ১৮.৩৮ শতাংশ৷ সর্বমোট নমুনা পরীক্ষা হয় ৩,৭৭৬ জনের৷

করোনা শনাক্ত হয় ৬২৬ জনের শরীরে৷ আগরতলা পুর নিগম এলাকায় সংক্রমণ ১৮ শতাংশ৷ মে মাসে রাজ্যে ৯৮,৬৬৮ জনের নমুনা পরীক্ষা হলে করোনা শনাক্ত হয় ৬,৫৫৫ জনের৷

ঊধর্বমুখি সংক্রমণের জন্য সরকার আগামী কিছুদিনের মধ্যে আরো বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে বলে জানা গেছে৷ নয়তো সংক্রমণের হার আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে ধারণা সচেতন মহলের৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?