স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৮ মে।। রাস্তা সংস্কারের নামে ইট চুরি। ঘটনা বিশালগড় এর মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের সরকার টিলায়। অভিযুক্ত শাসক দলের তিন প্রভাবশালী নেতা ।এক বছরের অধিক সময় ধরে বেহাল দশায় বিশালগড় মহকুমাধীন মধ্যলখীবিল গ্রাম পঞ্চায়েত অধীনস্থ সরকার টিলার রাস্তাটি। রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের তরফে উদ্যোগ গ্রহণ করা হলেও স্থানীয় স্বার্থন্বেষী একাংশ নেতৃত্বের দুর্নীতির দরুন রাস্তার কাজ স্তব্ধ হয়ে পড়েছে।
শাসক দলের একাংশ নেতা মাতব্বরদের দৌলতেই রাস্তাটি সংস্কার হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। সেই বেহাল রাস্তা ধরে এলাকাবাসীর চলাফেরা করা সত্যিই কষ্টকর হয়ে উঠেছে। সংস্করণের নাম দিয়ে রাস্তার ইট হাতিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ বুথ সভাপতির বিরুদ্ধে । ওনারা শাসক দলের প্রভাবশালী নেতা, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস বা আছে কার।তাই নিত্য দুর্দশাকে সঙ্গী করে ভাঙ্গা রাস্তা ধরে চলাফেরা এলাকাবাসীর অভ্যাসে পরিনত হয়ে গেছে।
বিশালগড় পুরসভা গা ঘেষা অবস্থিত মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতে বর্তমান শাসক দল কর্তৃক পরিচালিত। গত এক বছর যাবত পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের সরকার টিলা এলাকার রাস্তার কালভার্ট ভেঙ্গে আছে। বিভিন্ন স্থানে রয়েছে রাস্তার ইট। ছোট-বড় গর্তে ভরপুর পুরো রাস্তাটি। জানা গিয়েছিল বছরখানেক পূর্বে বর্ষার জলে কালভার্টটি একাংশ ভেঙ্গে নিয়ে গেছে। এখনো পর্যন্ত রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন।অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।