উদয়পুর পুর পরিষদ ও অমরপুর নগর পঞ্চায়েতের কিছু এলাকা কনটেইনমেন্ট জোন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুসারে উদয়পুর পুর পরিষদ ও অমরপুর নগর পঞ্চায়েতের কিছু ওয়ার্ডে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় গোমতী জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন বিপর্যয় ব্যবস্থাপনা আইন ২০০৫ এবং সি আর পি সি-র ১৪৪ ধারায় এক আদেশে উদয়পুর পুর পরিষদের ৬, ৯, ১২ (শান্তিপল্লী, ক্ষুদিরাম পল্লীর আংশিক অংশ), ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের সকল বসতি এবং অমরপুর নগর পঞ্চায়েতের ৭, ৯ এবং ১২ নম্বর ওয়ার্ডের সকল বসতিকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন। এই আদেশে যে সমস্ত বিধিনিষেধ জারি করা হয়েছে তা নিম্নরূপ:

কনটেইনমেন্ট জোন কার্যকর করার কাজে নিযুক্ত ব্যক্তি ও যান এবং স্বাস্থ্য সহ জরুরি পরিষেবার কাজে যুক্ত ব্যক্তি ও যান ছাড়া কোনও ব্যক্তি বা যান কনটেইনমেন্ট জোনে প্রবেশ বা কনটেইনমেন্ট জোন থেকে বাইরে যেতে পারবে না। কনটেইনমেন্ট জোনে বসবাসকারী সমস্ত ব্যক্তি এবং বাইরে থেকে যারা কনটেইনমেন্ট জোনে ঢুকবেন তারা মাস্ক পরিধান করবেন। মুদির দোকান, ঔষধ ও ডেয়ারির দোকান ছাড়া কনটেইনমেন্ট জোনের বাকি সমস্ত দোকান, প্রতিষ্ঠান, পার্ক ইত্যাদি বন্ধ থাকবে। ইতিমধ্যে বলবৎ থাকা কার্ফুর নিয়ম অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়কারী দোকান ও সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

উল্লিখিত এলাকায় বসবাসকারী মানুষের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুধুমাত্র কনটেইনমেন্ট এলাকার দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে তারা বেরোতে পারবেন।

উল্লিখিত ওয়ার্ডের সমস্ত রাস্তা বন্ধ থাকবে। কেবলমাত্র আগরতলা-সারুম জাতীয় সড়ক ভায়া উদয়পুর, তেলিয়ামুড়া-করবুক ভায়া অমরপুর, অমরপুর নগর পঞ্চায়েত এলাকাস্থিত অমরপুর-উদয়পুর এই রাস্তাগুলি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

কনটেইনমেন্ট এলাকায় দুই বা ততোধিক লোকের জমায়েত হতে পারবে না। পশ্চিম জেলার পুলিশ সুপার কনটেইনমেন্ট এলাকার আসা যাওয়ার পয়েন্ট (নাকা পয়েন্ট) কঠোর নজরদারির ব্যবস্থা করবেন। তিনি নজর রাখবেন সংশ্লিষ্ট এলাকার জনগণের চলাচল যেন শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য হয়। প্রয়োজনীয় নিরাপত্তার উদ্দেশ্যে তিনি প্রয়োজনীয় ব্যারিকেড ও পুলিশ মোতায়েন করবেন।

কনটেইনমেন্ট জোনে জরুরি পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের আই ডি দেখেই প্রবেশ পয়েন্টে থাকা নিরাপত্তাকর্মীরা এলাকায় ঢুকতে দেবেন।

কনটেইনমেন্ট জোনে উদয়পুর পুর পরিষদ এবং অমরপুর নগর পঞ্চায়েত থেকে বাছাইকৃত নির্দিষ্ট সরবরাহকারীরাই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করবেন। উদয়পুর পুর পরিষদ এবং অমরপুর নগর পঞ্চায়েত কর্তৃক কনটেইনমেন্ট জোনে নিয়মিত স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হবে।

কনটেইনমেন্ট জোনের প্রতিটি পরিবারের একজন সদস্য এবং আই এল আই / এ আর আই লক্ষণযুক্ত ব্যক্তি এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তির টেস্টিং বাধ্যতামূলক।

আপৎকালীন পরিস্থিতিতে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করবে। টি এস ই সি এল নিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহ করবে এবং আপৎকালীন পরিস্থিতিতে সারাই কাজের টিমকে সর্বদা প্রস্তুত রাখবে।

গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কনটেইনমেন্ট জোনে যেন স্বাস্থ্য সংক্রান্ত নিয়মাবলী পালন হয় তা সুনিশ্চিত করবেন। উদয়পুর এবং অমরপুরের মহকুমা শাসক ব্যারিকেড / চেক পয়েন্ট, প্রয়োজনীয় শেড ইত্যাদি তৈরি করবেন যাতে কনটেইনমেন্ট জোন সঠিকভাবে কার্যকর হয়৷

এই আদেশ গতকাল ১৭মে, ২০২১-এর সকাল ৫টা থেকে কার্যকর হয়েছে এবং ২৬মে, ২০২১-এর সকাল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ অমান্য করলে ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় অভিযুক্ত করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?