অনলাইন ডেস্ক, ১৭ মে।। মার্কিন অভিনেত্রী, গায়ক এবং মডেল প্যারিস হিলটন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন। রোববার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি সেভ প্যালেস্টাইন, গাজা আন্ডার অ্যাটাক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন। প্যারিস হিলটন লেখেন, এটা খুবই হৃদয়বিদারক, এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন।
এরপর তিনি এক ফিলিস্তিনি বালিকার কান্নার ভিডিও পোস্ট করে লেখেন, এটা আমার হৃদয়কে ব্যথিত করছে। এমন ভীতিকর জীবন কেউ চায় না। আমার মমতা এই বালিকা এবং তার আশপাশের সব শিশুর জন্য।
পরের আরেকটি টুইটে প্যারিস হিলটন বলেন, পৃথিবীর সর্বত্র ভালোবাসা আর আলো পাঠাও। সবার জন্য শান্তিপূর্ণ এক পৃথিবী কামনা করছি।
এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ১৮১ জন নিহত হয়েছে বলে রয়টার্স জানায়। যাদের মধ্যে ৪৭ শিশু রয়েছে। হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়। গত সোমবার থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে।