অনলাইন ডেস্ক, ১৭ মে।। বার্সেলোনার লা লিগা জয়ের ন্যূনতম আশাটুকুও শেষ হয়ে গেল। লিওনেল মেসি গোল পেলেও সেল্তা ভিগোর বিপক্ষে হেরে গেছে দলটি। একই সঙ্গে ছিটকে গেছে প্রতিযোগিতার শিরোপার রেস থেকেও।
রবিবার ঘরের মাঠে সেল্তার কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল দলটি। কিন্তু সান্তি মিনা জোড়া গোল করে সেল্তাকে জয় এনে দেন।
এক রাউন্ড বাকি থাকতে আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। আতলেতিকো, রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৮৩, ৮১ ও ৭৬। ৭৪ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চারে।
এদিন একই সময়ে নিজেদের ম্যাচে জয় তুলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। ফলে শেষ রাউন্ডে নিষ্পত্তি হবে শিরোপা।
রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে জয় পেলে ৭ বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলবে আতলেতিকো মাদ্রিদ। শেষ রাউন্ডে রিয়াল ঘরের মাঠে খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। জিদানের দল নিজেদের জয়ের সঙ্গে নগরপ্রতিদ্বন্দ্বীদের হোঁচটও আশা করবে।
শেষ রাউন্ডে আতলেতিকো হারলে বা ড্র করলে, আর রিয়াল নিজেদের ম্যাচে জিতলে শিরোপা পাবে লস ব্লাঙ্কোসরাই। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জিদানের দলই।